সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বসুন্ধরা মলের আগুন

সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বসুন্ধরা মলের আগুন

শেয়ার করুন

বসুন্ধরা শপিং মল অগ্নিকাণ্ড ২নিজস্ব প্রতিবেদক:

বসুন্ধরা সিটি শপিং মলের আগুনের ব্যাপ্তি নিয়ন্ত্রণে। তবে এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মেজর একেএম শাকিল নেওয়াজ।

এ ঘটনায় ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেয়া হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে লেভেল ছয়ের সি ব্লকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিটে প্রায় দেড়শ কর্মী কাজ করেন।

বসুন্ধরা শপিং মল অগ্নিকাণ্ডশপিং মলের মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ প্রাথমিক ভাবে জানান, লেভেল ছয়ের সি ব্লকের প্রায় ১০০টি দোকানে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাস্থলে ঢাকা উত্তর সিটি করপরেশনের মেয়র আনিসুল হক সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে ২০০৯ সালের ১৩ মার্চ এ বিলাশবহুল শপিং মলে ভয়াভয় আগুনের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়।