পড়ে শুনানো হবে মীর কাশেমের রায়ের কপি

পড়ে শুনানো হবে মীর কাশেমের রায়ের কপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর রিভিউ খারিজের রায়ের কপি মঙ্গলবার গভীর রাতে ঢাকা থেকে গাজিপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

mir-kasem_6664 মীর কাশেমকাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেলার নাসির উদ্দিন জানান, বুধবার সকাল ৮ টার মধ্যে মীর কাশেমকে এই রায় পড়ে শোনানো হবে।

রায় পড়ে শোনানোর পরে তিনি চাইলে, মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রান ভিক্ষার আবেদন করতে পারবেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১২টা ৫০ মিনিটে রিভিউ খারিজের রায়টি তাদের হাতে পৌঁছেছে।

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমের করা আবেদন আজ খারিজ করে দেন দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সকালে এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।