সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান

সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি :

সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ১১ পদাতিক ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

সেনাবাহিনীর অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনা সদস্যদের মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে।

এর আগে সিলেট পৌছেঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (র.) ও শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করেন। দুই আউলিয়ার মাজারে তিনি কিছু সময় অতিবাহিত করেন এবং দেশের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা সিলেটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সিলেটে প্রধানমন্ত্রীর একটি জনসভায় অংশ নেওয়ার কথা থাকলেও আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আচরণবিধির বিষয়টি মাথায় রেখে তা স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছিলেন কামরান।