শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত সামসুল হক

শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত সামসুল হক

শেয়ার করুন

2016-09-28_10_748512

নিজস্ব প্রতিবেদক :

শ্রদ্ধা আর ভালবাসা সিক্ত হলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বেলা সোয়া ১১টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয় কবির মরদেহ। এর কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর সর্ব সাধারণকে শ্রদ্ধা নিবেদনে জন্য সুযোগ দেওয়া হয়। সর্বস্তরের মানুষ সব্যসাচী লেখকের মরদেহে শ্রদ্ধা জানান। তাছাড়াও কবির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

এর আগে সকাল ১০টার দিকে সৈয়দ শামসুল হকের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে কবির প্রথম জানাজায় চ্যানেল আই পরিবারের সদস্যসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের অনেকে অংশ নেন। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদনের পরই মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনারে।

এর পর জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সৈয়দ শামসুল হকের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় কুড়িগ্রামে। শেষ ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে তার কবর হবে।