শোক দিবসে যে সব সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে

শোক দিবসে যে সব সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে

শেয়ার করুন

DMP_logo_4961_large20170405192006নিজস্ব প্রতিবেদক :

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বেশ কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ট্রাফিক শৃঙ্খলা নির্বিঘ্ন করতে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে ডিএমপি।

এদিন ভিভিআইপি, ভিআইপি এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মানিক মিয়া অ্যাভিনিউ-মিরপুর রোড-ধানমন্ডি ২৭ নম্বর ক্রসিং-মেট্রো শপিংমল হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করবেন এবং একই পথে বের হয়ে যাবেন। এছাড়া বিভিন্ন দল, সংগঠন এবং সর্বসাধারণ ধানমন্ডি ৩২ এর পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করে পশ্চিম প্রান্ত দিয়ে বের হয়ে যাবেন।

সোনারগাঁও ক্রসিং থেকে রাসেল স্কয়ার পর্যন্ত, সিটি কলেজ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত এবং ধানমন্ডি ২৭ নম্বর থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া রাসেল স্কয়ার থেকে সোবহানবাগ মসজিদ পর্যন্ত কোন পার্কিং করা যাবে না। নির্ধারিত স্থান ছাড়া কোথাও পার্কিং করা যাবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিআইপিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য ওই এলাকা উন্মুক্ত করে দেয়া হবে।