শেষ হলো ৩ সিটি নির্বাচনের প্রচার

শেষ হলো ৩ সিটি নির্বাচনের প্রচার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শেষ হলো রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনী প্রচার-প্রচারণা। সোমবার ভোট তাই নিয়ম অনুযায়ী শনিবার মধ্যরাতের মধ্যেই শেষ হয়েছে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের সব ধরনের প্রচার ।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা প্রধান দুই দলে। আর শেষ সময় পর্যন্ত সব প্রার্থীদের তুমুল ব্যস্ত থেকেছেন জন সংযোগে।

এই তিন সিটিতে মেয়র পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ৮ লাখ ৭৪ হাজারেও বেশি ভোটার সোমবার ভোট দেবেন। তিন সিটির ৩৯৫টি কেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ হবে। এ দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন পুলিশ, বিজিবি, র্যাব, আনসার-ভিডিপির  কয়েক হাজার সদস্যা। এরই মদ্যে তিন সিটি এলাকার নিরাপত্তায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।