শুক্রবার থেকে সারা দেশে সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হচ্ছে

শুক্রবার থেকে সারা দেশে সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হচ্ছে

শেয়ার করুন

image-238703-1572522401নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হচ্ছে সড়ক পরিবহন আইন-২০১৮। নতুন আইনে সব ধারায় আগের চেয়ে সাজা বাড়ানো হয়েছে।

এ আইনে বেপরোয়া গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে চালকের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণি ।

আইনে আরো বলা আছে, ইচ্ছাকৃত কারো ওপর গাড়ি চালিয়ে দিয়ে হত্যা করা হলে ৩০২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের সাজা হবে। হত্যা না হলে ৩০৪ ধারা অনুযায়ী যাবজ্জীবন এবং বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কাউকে মেরে ফেললে ৩০৪ (বি) ধারা অনুযায়ী ৩ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।