শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর শাহজাহানপুরে পাইপে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ৯০ দিনের মধ্যে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

সোমবার এ তথ্য জানিয়েছেন মামলার আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম। ৪৭ পৃষ্ঠার হাইকোর্ট ওই রায়ে বলা হয়েছে, এই রায়ের পরও অন্য আইনে রেলওয়ে বা ফায়ার সার্ভিসের দায় থাকলে তারা ওই দায় থেকে মুক্তি পাবে না।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর বেলা সাড়ে তিনটার দিকে বাসার কাছে শাজাহানপুর রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যায় জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা পর জিহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।