রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন জার্মানী, জাপান, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন জার্মানী, জাপান, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে কক্সবাজার গেছেন জার্মানী, জাপান, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। সকালেই ঢাকা আসেন এই চার অতিথি।

ভোরে ঢাকায় পৌঁছেই  পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠকে মূল আলোচনা হয় রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে।  এরইমধ্যে ঢাকায় পৌছান জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী  সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম এবং ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র বিষয়ক দূত ফেডেরিকা মঘেরিনি।

সবাইকে নিয়ে সকাল সাড়ে ৯ টায় কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সেখানে এই মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরির্দশন করেছেন এই চার অতিথি।

ঢাকায় ফিরেই আবার রাতে এই চারজনকে নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে রওয়ানা হবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। মিয়ানমারের রাজধানী নেপিদোয়  কাল সোমবার শুরু হচ্ছে এশিয়া-ইউরোপ সামিটভুক্ত আসেম দেশগুলোর ১৩তম সম্মেলন।