রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

শেয়ার করুন

Untitled-8-59ebb3b805b47নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

আন্তোনিও গুতেরেস ও শেখ হাসিনা টেলিফোনে প্রায় ২০ মিনিট আলোচনা করেন । আলোচনার প্রসঙ্গ ছিলো রোহিঙ্গা সংকট। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও সেখানে তাদের শান্তিপূর্ণ পুনর্বাসনের জন্য মিয়ানমারের উপর আরও চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর দেয়া ৫ দফা প্রস্তাব বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা করেন তিনি। পরিস্থিতি সম্পর্কে জানাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই নিউইয়র্ক সফর যাবেন বলে জাতিসংঘ মহাসচিবকে জানান প্রধানমন্ত্রী। এছাড়া সঙ্কট সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীও মিয়ানমার সফরে যাবেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের আগ পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা কামনা করেন শেখ হাসিনা।