‘রামপালে বিদ্যুত কেন্দ্র বন্ধের দাবি অযৌক্তিক’

‘রামপালে বিদ্যুত কেন্দ্র বন্ধের দাবি অযৌক্তিক’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রোববার দুপুরে, রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনরত পরিবেশবাদীদের উচিত যথাযথ বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে তাদের দাবির যৌক্তিকতা প্রমাণ করা।

অনাহুত, ভূল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা একেবারেই অনুচিত মন্তব্য নসরুল হামিদ বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে আরও ২ কোটি প্রিপেমেন্ট মিটার বসানো হবে। এর ফলে, বিল প্রদান থেকে শুরু করে নানা ঝামেলা থেকে রেহাই পাবেন গ্রাহকরা।