যারা পাস করতে পারেনি তাদের হতাশ হবার কিছু নেই: প্রধানমন্ত্রী

যারা পাস করতে পারেনি তাদের হতাশ হবার কিছু নেই: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

2018-05-06_8_462892নিজস্ব প্রতিবেদক :

পরীক্ষায় যারা পাস করতে পারেনি, তাদের হতাশ হবার কিছু নেই। আগামীতে ভালভাবে প্রস্তুতি নেবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী।

সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

পরে ১০টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ পৃথকভাবে স্ব-স্ব শিক্ষা বোর্ডের ফলাফলের কপি প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল এবং বান্দরবান জেলা সংযুক্ত ছিল। প্রধানমন্ত্রী পরে জেলা দুটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সারাদেশে আটটি শিক্ষা বোর্ড এবং সমমানের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭ দশমিক ৭৭ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। গত বছরের চাইতে এই পাশের হার ২ দশমিক ৫৮ শতাংশ বেশি।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডের আওতায় ২০ লাখ ২৬ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ১৫ লাখ ৭৪ হাজার ১০৪ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।

এসএসসিতে আটটি শিক্ষাবোর্ডে পাশের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৭১ দশমিক ৯৬ শতাংশ।

এ বছর ১ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সারাদেশে মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের আওতাধীনে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।