মীর কাশেমের ফাঁসিতে পাকিস্তানের সমবেদনা

মীর কাশেমের ফাঁসিতে পাকিস্তানের সমবেদনা

শেয়ার করুন

ড়ৃতহুটৃস

এটিএন টাইমস ডেস্ক :

যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসি কার্যকরের তীব্র সমালোচনা করে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ বিবৃতিতে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ ও পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করে আদালতের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই রায়কে গণতন্ত্রের পরিপন্থী বলেও বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান।

যুদ্ধাপরাধের বিষয়গুলোকে আরও উদার মানসিকতা নিয়ে বিচার করতে বাংলাদেশ সরকারকে আহবান জানিয়েছে পাকিস্তান। এর আগে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের পরেও এমন বিবৃতি দিয়েছিল পাকিস্তান।