মহাসড়কগুলোর মতো গাড়ির চাপ রয়েছে ফেরিঘাটেও

মহাসড়কগুলোর মতো গাড়ির চাপ রয়েছে ফেরিঘাটেও

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

মহাসড়কগুলোর মতো গাড়ির চাপ রয়েছে ফেরিঘাটগুলোতেও। ঘরফেরা মানুষের ঢল নেমেছে পাটুরিয়া-দৌলতদিয়া ও মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।

তবে ঘাট কর্তৃপক্ষ এই ভোগান্তি সামলাতে আপ্রাণ চেষ্টা করছে। এই চেষ্টার ফলেই দীর্ঘদিন বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাট প্রান্তে ৪টি ঘাটের মধ্যে ৩টি ঘাট এখন সচল।

বৃহস্পতিবার থেকে ৪টি ঘাটেই ফেরি চলাচল করছিল। শুক্রবার ৩ নম্বর ঘাটটিতে সংস্কার শুরু হওয়ায় এখন আবার ৩টি ঘাট সচল রয়েছে। প্রবল স্রোত ও নদী ভাঙ্গণে এই রুটে পুরো বর্ষা মৌসুম জুড়েই সবগুলো ঘাট একসাথে চালু করা সম্ভব হচ্ছে না। যে কারণে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপে দৌলতদিয়া অংশে গতকাল পর্যন্ত ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

এদিকে সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। প্রায় ৮ শতাধিক যানবাহন শিমুলিয়া ফেরিঘাটে রয়েছে পারাপারের অপেক্ষায়। মাওয়া নৌফাড়ী ইনচার্জ জানান, গাড়ির চাপ থাকলেও শৃঙ্খলা থাকায় দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে না গাড়িগুলোকে। এই রুটে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।