মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্মদিন।

miladunnabiপ্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরুতে মাতা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এই মহামানব। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম।

তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির ললিত বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী। তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন।

মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। মিলাদ দোয়া মাহফিল ও বর্ণিল আলোকসজ্জার মধ্যে দিয়ে এই পবিত্র দিনিটিক উদযাপন করবে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।