মঙ্গলবার থেকে আর থাকছে না করোনা সংক্রান্ত বিধিনিষেধ

মঙ্গলবার থেকে আর থাকছে না করোনা সংক্রান্ত বিধিনিষেধ

শেয়ার করুন

Cabinet

নিজস্ব প্রতিবেদক।।

আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ উঠে যাচ্ছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী পরশু (২২ ফেব্রুয়ারি) থেকে স্কুল-কলেজ (বিশ্ববিদ্যালয় সহ) খোলা হবে, ১ তারিখ (১ মার্চ) থেকে প্রাইমারি স্কুল খুলবে। এরপর থেকে আর বিধিনিষেধ দেওয়া হবে না।

তবে সবাই যাতে অবশ্যই মাস্ক পরে, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

২২ ফেব্রুয়ারির পর আর বিধিনিষেধ দেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, না, আর বিধিনিষেধ দেওয়া হবে না। এটা আর বাড়ছে না।