ভয়াল ১৫ নভেম্বর, সিডর আঘাত হানার ৯ বছর

ভয়াল ১৫ নভেম্বর, সিডর আঘাত হানার ৯ বছর

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

আজ ভয়াল ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে সুপার সাইক্লোন সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল দেশের উপকূলীয় অঞ্চল।

সিডরের ৯ বছর পরেও এখানকার মানুষের নিরাপত্তায় নেয়া হয়নি তেমন কোন উদ্যোগ। কয়েকটি জেলায় বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশি হলেই তলিয়ে যায় বাড়ি-ঘর।

নয় বছর আগের সেই ঘূর্ণিঝড় আঘাত হেনেছিলো বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলাসহ দক্ষিণবঙ্গের ১২ জেলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বরগুনার পাথরঘাটা ও বাগেরহাটের সাউথখালী। এ দুর্যোগে প্রাণ হারায় ৫ হাজারের বেশি মানুষ। বাড়িঘর ও ক্ষেতের ফসল ভেসে যায়, বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। ভয়ঙ্কর সেই বিপর্যয়ের এতোদিন পরও, অনেক পরিবারের মাথার ওপর ছাদ ওঠেনি। প্রয়োজনের তুলনায় আশ্রয়কেন্দ্রও যথেষ্ট নেই। উপদ্রুত এলাকার অনেক সড়ক ও বাঁধ মেরামত হয়নি বলে, সামান্য জোয়ারেই ডুবে যায় অনেক গ্রাম। ফলে, উপকূলের মানুষের দুর্ভোগের দিনও শেষ হচ্ছে না।