ভাষানচরে কাউকে জোর করে নেয়া হবে না

ভাষানচরে কাউকে জোর করে নেয়া হবে না

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ভাষানচরে রোহিঙ্গাদের কাউকে জোর করে নেয়া হবে না। যারা যেতে চাইবে তাদেরই স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এ সময় তিনি বলেন, স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে কপ 25 এ যোগ নিতে শনিবার স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনফারেন্স অব পার্টির এই অধিবেশন চলবে ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। অন্তত ২৫ দেশের সরকার প্রধানরা ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন। এ ছাড়া অংশ নেবেন প্রায় ৭০ দেশের পররাষ্ট্র বা পরিবেশমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে  অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ২ ডিসেম্বর স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এর সাথে সাক্ষাত শেষে ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।