ব্যাচেলরদের হয়রানি বন্ধে ভাড়াটিয়া পরিষদের অবস্থান কর্মসূচী

ব্যাচেলরদের হয়রানি বন্ধে ভাড়াটিয়া পরিষদের অবস্থান কর্মসূচী

শেয়ার করুন

বাসা ভাড়া

নিজস্ব প্রতিবেদক :

ব্যাচেলরদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে, প্রতীকী প্রতিবাদ অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে ভাড়াটিয়া পরিষদ।

মঙ্গলবার সকালে তোপখানার নির্মলসেন মিলনায়তনে ভাড়াটিয়া পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ১১ আগস্ট এ প্রতিবাদ কর্মসূচী পালিত হবে বলে জানানো হয়।

সম্প্রতি পুলিশের জঙ্গীবিরোধী তল্লাশির কারণে হয়রানি ও বাড়ি ভাড়া সংক্রান্ত ভোগান্তি দূর করার আহবান জানান তারা। ব্যাচেলরদের সরকারিভাবে আবাসনের সুব্যবস্থা করার দাবিও জানানো হয়।

সেক্ষেত্রে জঙ্গিবাদ মোকাবিলায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন অনুসারে ভাড়াটিয়ার সাথে চুক্তি সম্পাদনের বিষয়টি নিশ্চিত করার দাবিও তোলেন তারা।