বেনাপোল- পেট্রাপোল স্থলবন্দরে তীব্র যানজট, দুর্ভোগে হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক

বেনাপোল- পেট্রাপোল স্থলবন্দরে তীব্র যানজট, দুর্ভোগে হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক

শেয়ার করুন

Benapole

আলী আহম্মেদ শাহীন, বেনাপোল (যশোর) প্রতিনিধি।।

ভারতের পেট্রাপোল স্থলবন্দরে রফতানিমুখী পণ্যবোঝাই গাড়ির চাপে বন্দর এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভারতে প্রবেশের অপেক্ষায় শত শত রফতানি পণ্য বোঝায় ট্রাক বেনাপোল বন্দরসহ আশে পাশের প্রধান সড়ক এলাকায় অবস্থান করছে। অচল হয়ে পড়েছে পেট্রাপোল ও বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পাসপোর্টধারী যাত্রীরাও।

তারা জানান, কয়েক দিন ধরে তীব্র যানজটের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় সবাইকে দেড় থেকে দুই কিলোমিটার হেঁটে ইমিগ্রেশন চেকপোস্টে আসতে হচ্ছে।

বেনাপোলের ব্যবসায়ীদের অভিযোগ, এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। ভারত প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ৩০০ থেকে ৩৫০ ট্রাক পণ্য রফতানি করলেও, বাংলাদেশি পণ্য নেওয়ার ক্ষেত্রে তারা বরাবরই প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
যানজটের কারণে বাংলাদেশমুখী কয়েকশো ভারতীয় ট্রাকও আটকা পড়েছে বলে জানান তারা। বেনাপোল স্থল বন্দরের ট্রাফিক উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, আমদানি-রফতানির চাপ বেড়ে যাওয়ায় যানজট বাড়ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।