বৃষ্টি উপেক্ষা করেই ঈদের নামাজ আদায়

বৃষ্টি উপেক্ষা করেই ঈদের নামাজ আদায়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ত্যাগের মহিমার কাছে হার মেনছে বিরুপ আবহাওয়া। মুশলধারে বৃষ্টি উপেক্ষা করেই ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামানা করেছেন সবাই। ঈদ জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি এবং দেশের গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গ।

রাজধানীর জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত। বৃষ্টি মাথায় করেই ধর্মপ্রাণ মুসল্লীরা তাই সকাল থেকেই ছুটে এসছেন ঈগাহে।

নিরাপত্তার বলয় পেরিয়ে ঈদগাহে প্রবেশ করা এই মুসল্লিরা বললেন ঈদের প্রধান জামাতে আসতে বৃষ্টি মনের মহিমাকে মুছতে পরেনি।

ঝুম বৃষ্টিতেই নামাজের ঠিক পনের মিনিট আগে ঈদগাহে প্রবেশ করে রাষ্ট্রপতির গাড়ি বহর। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো আব্দুল হামিদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ন ব্যাক্তি বর্গ।

মোনাজাতে দেশ জাতি এবং সারা বিশ্বের সব মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন ঈমাম মুফতি মিজানুর রহমান।  মোনাজাত শেষে নিয়ম মেনে কোলাকুলিও করেন রাষ্ট্রপতি।  বৃষ্টিতে ভিজেই এক অন্যের সাথে  কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষ। দেশের উপর জঙ্গিবাদের কালো ছায়া দুর করতে সৃষ্টিকর্তার সাহায্যও কামনা করেছেন শান্তিপ্রিয় বাঙ্গালি মুসলমান। বিদেশিরাও অংশ নেন ঈদ জামাতে।

বৃষ্টির বিরক্তিতে নয় বরং ঈদুল আযহার পবিত্রতায় স্নান করেই ফিরে যান ঈদগাহে আসা সব মুসল্লি।