বিস্ফোরণে মালিক পক্ষের অবহেলা: পুলিশ

বিস্ফোরণে মালিক পক্ষের অবহেলা: পুলিশ

শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ আগুনগাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস নামের একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে মালিক পক্ষের অবহেলা রয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ।

শনিবার সকাল ৬টার দিকে লাগা আগুনে পাঁচতলা ভবনটির ওপরের তিনতলার বেশিরভাগই ধসে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। হতাহত ব্যক্তির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ আগুনভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়েছে। ভবনের ভেতরে আরও লাশ থাকতে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ আগুনকারখানাটিতে ফয়েল পেপার ও কেমিক্যাল-জাতীয় দ্রব্য তৈরি করা হতো বলে জানা গেছে। এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দপ্তর, মিরপুর এবং উত্তরাসহ আশে-পাশের ফায়ার সার্ভিসের ২৩ টি ইউনিট কাজ করছে।