বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও তৈমুর আলমকে অব্যাহতি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও তৈমুর আলমকে অব্যাহতি

শেয়ার করুন

Toimur alom

নিজস্ব প্রতিবেদক।।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদ থেকেও তৈমুর আলমকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

অব্যাহতির পর তৈমুর আলম এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, তাঁকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করা হলে সেটি ভালো হয়েছে। জনগণের জন্য তাঁকে মুক্ত করে দেওয়া হয়েছে। তিনি এখন গণমানুষের তৈমুর হিসেবে গণমানুষের কাছে ফিরে যাবেন।

তৈমুর আলম খন্দকার বলেন, ‘দল থেকে আমাকে কিছু জানানো হয়নি। যদি এটা সত্য হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন।

বিএনপি কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম বলেন, ‘এই সরকারের অধীন জাতীয় কিংবা স্থানীয় কোনো নির্বাচনেই বিএনপি অংশ নিচ্ছে না। তৈমুর আলম দলীয় পদ ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচন বিষয়ে দলের স্পষ্ট অবস্থান হল, বিএনপি এই নির্বাচনে নেই। এই প্রত্যাহার আদেশ তারই প্রমাণ। নির্বাচনে তৈমুর আলমের থাকা না থাকার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।’