বায়োপসির জন্য সফলভাবে মুক্তামনির টিস্যু সংগ্রহ করা হয়েছে

বায়োপসির জন্য সফলভাবে মুক্তামনির টিস্যু সংগ্রহ করা হয়েছে

শেয়ার করুন

mukta-bg20170719172218নিজস্ব প্রতিবেদক :

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির হাত থেকে বায়োপসির জন্য সফলভাবে টিস্যু সংগ্রহ করা হয়েছে।

সংগৃহিত টিস্যু পরীক্ষা করতে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা: সামন্ত লাল সেন। তিনি জানান, মুক্তামনি এখন ভালো আছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিকালে কেবিনে নেয়া হবে।

সোমবার বায়োপসির রিপোর্ট আসার পর মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড বৈঠকে বসবে, তখন পরবর্তী করনীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় মুক্তামনিকে। পরীক্ষা-নিরীক্ষার পর মুক্তামনি লিমফোটিক ম্যালফরমেশন রোগে ভুগছে বলে জানা যায় । এটি একটি জন্মগত রোগ।