বাজারে পেঁয়াজের সংকট হবে না: বাণিজ্য সচিব

বাজারে পেঁয়াজের সংকট হবে না: বাণিজ্য সচিব

শেয়ার করুন

 

onion__15171

দেশে যে পরিমাণ পেঁয়াজ মজুদ আছে, তাতে এই মুহূর্তে বাজারে কোন সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন। তিনি বলেন,‘আমাদের কাছে যে তথ্য আছে, তাতে অভ্যন্তরীণ সরবরাহ চেইন স্বাভাবিক থাকবে এবং মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার সব ধরনের কৌশল নিচ্ছে।’

তিনি বলেন,‘ভারতের পক্ষ থেকে গতকাল পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা আসার পরপরই আমরাও প্রস্তুতি নিচ্ছি, যাতে দেশের অভ্যন্তরীণ সরবরাহ চেইনে কোন রকম সংকট তৈরি না হয়। আশা করি পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে পারলে মূল্যও যৌক্তিক পর্যায়ে থাকবে।’

তিনি জানান, রফতানি নিষেধাজ্ঞা ভারত যেন তুলে নেয় সেজন্য অনুরোধ জানানো হবে। একইসাথে বিকল্প বাজার থেকে আমদানির উদ্যোগও নেয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল ভারতের বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ রফতানিতে নিযেধাজ্ঞা দেয়।