বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান: প্রধানমন্ত্রী

বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান। সবাই নির্বিঘ্নে নিজস্ব রীতি অনুযায়ী বসবাস করবে। খ্রিস্ট ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বড়দিন উপলক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খ্রিস্ট ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। প্রতিবছর বড়দিন উপলক্ষে এই সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার, সারা দেশের কয়েকশ মানুষ গণভবনের এই অনুষ্ঠানে যোগ দেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সবাইকে আশ্বস্ত করে বলেন, এই দেশ সবার। তাই সব ধর্মের মানুষ এখানে সমান অধিকার নিয়ে বসবাস করবে। প্রধানমন্ত্রী জানান, প্রতিটি মানুষের মর্যাদা সমুন্নত রেখে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছেন তিনি।

২০০১ সালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর জামায়াত-বিএনপি হামলা হয়েছিল অভিযোগ করে তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের কল্যানের জন্য সরকার ট্রাষ্ট গঠন করছে। তাই বিত্তবানদের সেই ট্রাস্টে অনুদান দেয়ারও আহবান জানান প্রধানমন্ত্রী।