বাংলাদেশসহ ৮ দেশ থেকে গৃহকর্মী নেয়ার ঘোষণা সৌদি আরবের

বাংলাদেশসহ ৮ দেশ থেকে গৃহকর্মী নেয়ার ঘোষণা সৌদি আরবের

শেয়ার করুন

Saudi

এটিএন টাইমস ডেস্ক।।

বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এরই মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামিদ জানিয়েছেন, নতুন আট দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আরও ৮টি দেশের সঙ্গে এই ৮টি দেশ থেকেও গৃহকর্মী নেওয়া হবে। মোট ১৬টি দেশ এ সুযোগ পাবে।

সৌদি আরবে গৃহকর্মী নিয়োগের অনুমতি পাওয়া দেশগুলো হলো ফিলিপাইন, নাইজার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি ও কেনিয়া।

সৌদি আরব নিজেদের শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিয়েছে। এ জন্য দেশটিতে নতুন ‘লেবার প্রোগ্রাম’ উদ্বোধন করেছে। এ কর্মসূচির আওতায় দেশটিতে কর্মীদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগের অনুরোধ, নিয়োগকর্তা ও কর্মীদের চুক্তিভিত্তিক সম্পর্কসহ বিভিন্ন ধরনের সেবার বিষয়ে জানানো হয়।