বরিশালে শেখ হাসিনার নামে নতুন সেনানিবাস

বরিশালে শেখ হাসিনার নামে নতুন সেনানিবাস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের পায়রা নদীর লেবুখালী তীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন সেনানিবাস নির্মাণসহ মোট ১০টি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক।

মঙ্গলবার একনেক সভায় প্রকল্পগুলোর জন্য ব্যয় অনুমোদন করা ৩ হাজার ৩৩৩ কোটি টাকা। এ অর্থের পুরোটাই জোগান দেবে সরকারি তহবিল।
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

বরিশাল স্থাপন প্রকল্পের আওতায় ৯৬৫ একর জমির ওপর নির্মিত হবে অনুমোদিত শেখ হাসিনা সেনানিবাসটি। ১ হাজার ৬৯৯ কোটি টাকা ব্যয়ে চলতি সময় থেকে ২০২১ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।