বঙ্গোপসাগরে ট্রলারডুবি, পাঁচ ভারতীয় জেলের মৃত্যু

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, পাঁচ ভারতীয় জেলের মৃত্যু

শেয়ার করুন

ট্রলারডুবি

মংলা প্রতিনিধি:

বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চরের কাছ থেকে ‘এফভি মহা গৌরী’ নামে ডুবে যাওয়া ভারতীয় ফিশিং ট্রলারটি উদ্ধার করেছে বাংলাদেশের কোস্ট গার্ড ও নৌ বাহিনী।

রোববার (১৪ আগস্ট) সকালে ট্রলারটিকে উদ্ধার করে চরের কাছে নিয়ে আসা হয়েছে।

ডুবে যাওয়া ট্রলারটির ৫ ভারতীয় জেলেকে উদ্ধার করেছে নৌ বাহিনী ও কোষ্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জানায়, ডুবে যাওয়া ট্রলারটি সনাক্তের করে বঙ্গবন্ধুর চরের কাছে নিয়ে আসা হয়েছে। বোটটি উন্টে আছে। ভেতরে আরও মরদেহ আছে কি না তা এখনই বলা সম্ভাব হচ্ছে না।

এদিকে ভারতীয় ফিশিং ট্রলার ‘এফভি মহা গৌরী’ ডুবে যাওয়ার কথা জানার পর থেকে বাংলাদেশে নৌ বাহিনী, কোষ্ট গার্ড এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

এখন পর্যন্ত ওই অভিযানে ২ জনকে জীবিত এবং ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।