প্রায় আট হাজার নার্স নিয়োগের ব্যবস্থা হচ্ছে- স্বাস্থ্যমন্ত্রী

প্রায় আট হাজার নার্স নিয়োগের ব্যবস্থা হচ্ছে- স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন

H M

নিজস্ব প্রতিবেদক।।

প্রায় আট হাজার নার্স নিয়োগের ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনার সময়ও প্রায় ৩০ হাজার লোক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া ১০ হাজার ডাক্তার নিয়োগ হয়েছে, আরও চার হাজার নিয়োগের অনুমোদন হয়ে গেছে, সেটাও আপনারা পেয়ে যাবেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে কয়েকটি আইন প্রণয়নের কার্যক্রমে মন্ত্রণালয়ের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনার যে কথাগুলো বলছেন, তা বেশিরভাগই প্রাইভেট সেক্টরের। দুর্নীতি যেখানেই হয়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। অনেকেই জেলে আছে। আমাদের যেখানেই সমস্যা দেখা দেয় আমরা ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকি।’

এছাড়া জাতীয় সংসদে বিভিন্ন বিষয়ে জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। সমালোচনাকে ইতিবাচক হিসেবে নেন বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি সমালোচনা পছন্দ করি। কারণ এটা আমাকে শক্তিশালী করে। তবে এই সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে।