প্রধান নির্বাচন কমিশনারকে পরিবর্তনের দাবি ড. কামালের

প্রধান নির্বাচন কমিশনারকে পরিবর্তনের দাবি ড. কামালের

শেয়ার করুন

ড. কামাল হোসেননিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশন নিরপক্ষেভাবে কাজ করছে না বলে অভিযোগ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান নির্বাচন কমিশনারকে পরিবর্তনের দাবি জানিয়ে তিনি বলেন , আগে থেকেই বলে আসছি, তাকে সরাতে হবে। তার সঙ্গে কথা বলে সন্তুষ্ট হতে পারিনি।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের শুরুতে গণফোরামে যোগ দেয়া দুই নেতা মেজর জেনারেল (অব.) আমছা আমিন এবং রেজা কিররিয়া তাদের অবস্থান ব্যাখা করেন।

সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন: নির্বাচনকে ঘিরে একটি অগণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা হয়েছে। পাইকারি হারে বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার করে অন্তরীণ রাখা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা কামনা করেন তিনি।

সুষ্ঠু অবাধ নির্বাচন দাবি করে বলেন: জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে সেটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।

পরে একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গণফোরামে যোগ দেন। তবে সাবেক পরিকল্পনমন্ত্রী একে খন্দকারের যোগ দেয়ার বিষয়টি নাকচ করেন ড. কামাল।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করে বলেন: মন্ত্রীদের বাসভবন সরকারি অফিস, রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।