প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

শেয়ার করুন

Hasina-_Lee-Talks
নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা সংকট সমাধানে সম্ভব সবকিছু করার আশ্বাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন।  বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন তিনি। এসময় দুই দেশ দুটি সমঝোতা স্মারকসহ তিনটি দলিলে স্বাক্ষর করেছে।

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে  এলে দক্ষিন কোরিয়ার প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানানো হয়। পরে একান্তে কিছুক্ষন কথা বলেন দুই নেতা। এরপর দুই আনুষ্ঠানিক বৈঠক করেন তারা। এসময় বাণিজ্য,বিনিয়োগ, রোহিঙ্গা সংকটসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন তারা।

পরে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ডিপ্লোমেটিক একাডেমী  ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি সমঝোতা স্বারক, দুই দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে নথি এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও কোরিয়ার ট্রেড ইনভেস্টমেন্ট প্রোমশন এজেন্সির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।