প্রধানমন্ত্রীর ভারত সফরে সামরিক চুক্তি নয়, সমঝোতা স্মারক!

প্রধানমন্ত্রীর ভারত সফরে সামরিক চুক্তি নয়, সমঝোতা স্মারক!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর ভারত সফরে সামরিক খাতে চুক্তি নয়, সই হবে সমঝোতা স্মারক। যাতে থাকবে প্রতিরক্ষা খাতে প্রযুক্তি, শিল্পগত নানা বিষয়। তবে অস্ত্র কেনার জন্য ভারত যে ৫০ কোটি ডলার ঋণ দিতে চায়, বাংলাদেশ তা নেবে কিনা জানা যায়নি এখনও।

বাংলাদেশের সঙ্গে সামরিক খাতের চুক্তি করতে  ভারতের আগ্রহ ছিল চোখে পড়ার মতোই। দুই দেশের ৪৫ বছরের সম্পর্কে প্রথমবারের মতো গত ডিসেম্বরে ঢাকায় আসেন কোনো ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

আর সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধানও। সব মিলে চীন–বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন এবং বাংলাদেশের চীনা সাবমেরিন কেনার পরেই প্রকাশ হয় ভারতের উদগ্রীব মনোভাব। সামরিক খাতে দুই দেশের মধ্যে চুক্তির বিষয়ে ভারতের আগ্রহ যতই বেশি হোক, আপাতত বাংলাদেশ রাজি হচ্ছে সমঝোতা স্মারক সইয়ে।

তবে ভারতের বেশি আগ্রহ ছিল বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির। সেজন্য ঋণ দিতেও চায় দেশটি। কিন্তু এ বিষয়ে সমঝোতা স্মারকে কিছু থাকবে কি-না তা পরিষ্কার নয় এখনও।