পশু কোরবানি করতে জায়গা নির্দিষ্ট করে দিল সরকার

পশু কোরবানি করতে জায়গা নির্দিষ্ট করে দিল সরকার

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহায় রাস্তার পরিবর্তে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন ঢাকার দুই মেয়র।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এ ব্যাপারে নগরবাসীর সহযোগিতা চান। আর, ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে কোরবানী-বর্জ্য সম্পূর্ণ অপসারণের কথা দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।

স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় জানানো হয়, এ বছর কোরবানির জন্য ১১টি সিটি কর্পোরেশনসহ জেলা শহরগুলোতে সম্ভাব্য ৬ হাজার ২’শ ৩৩টি স্থান পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫’শ ৬৭টি, দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫’শ ৮৩টি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য ৩’শ ৮৭টি স্থান নির্ধারণ করা হয়েছে।