পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

শেয়ার করুন

PM1-3নিজস্ব প্রতিবেদক :

পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং  জাতীয় বৃক্ষরোপন কার্যক্রম ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি, পরিবেশ রক্ষায় গাছ লাগাতে জনগনের সক্রিয় ভূমিকার আহবান জানিয়েছেন।

এবছর জাতীয় বৃক্ষরোপন অভিযানে ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লাখ গাছ লাগানোর কর্মসূচী নেয়া হয়েছে।  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি গাছের চারা রোপন করে তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সম্মেলন কেন্দ্রের পাশে বৃক্ষমেলা উদ্বোধন করেছেন তিনি।

এর আগে বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক সহ পরিবেশ বিষয়ক বেশ কিছু পুরস্কার ও সম্মাননা দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, যেকোন প্রকল্প নেয়ার আগে পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে তার সরকার।