নৌকায় ভোট দিলে উন্নয়ন অব্যাহত রাখা যাবে: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে উন্নয়ন অব্যাহত রাখা যাবে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

PM001-2নিজস্ব প্রতিবেদক :

আগামী নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিলে উন্নয়ন অব্যাহত রাখা যাবে। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ভবনসহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, আবারো ক্ষমতায় এলে বাকি ৫ বিভাগেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।

বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারের টানা দু মেয়াদে গড়ে তোলা হয়েছে নাক-কান গলা, ক্যান্সার, চক্ষু এবং বার্ন ইনস্টিটিউট। এরই ধারাবাহিকতায় রাজধানীর মহাখালীতে যাত্রা শুরু হলো গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। এজন্য, নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে বিশ্বমানে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

চিকিৎসকদের আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দেয়ার পরামর্শ দেন তিনি। তাগিদ দেন, রোগ নির্ণয় এবং প্রতিকারে উন্নত গবেষণার।

প্রধানমন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও সেবা পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা খাতসহ দেশের উন্নয়নে তাই আগামীতেও নৌকাকে বিজয়ী করার আহবান জানান তিনি

এসময়, বিদেশে বসবাসকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রযুক্তির মাধ্যমে দেশের চিকিৎসা সেবায় অবদান রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।