নির্বাচন পর্যবেক্ষণে ১২টি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নির্বাচন পর্যবেক্ষণে ১২টি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিরোধীদের উদ্বেগের মুখে, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ১২টি পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

শনিবার রয়টার্সকে একথা জানান ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা উইলিয়াম মোয়েলার। তিনি জানান : প্রত্যেক দলে দুজন করে পর্যবেক্ষক থাকবেন যারা দেশের বিভিন্ন আসন ঘুরে ঘুরে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

মোয়েলার বলেন, সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ সরকার। তাদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি আরো জানান : নির্বাচন কতোটা অবাধ ও অংশগ্রহণমূলক হবে সেটাই পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন দূতাবাস কর্মকর্তা উইলিয়াম মোয়েলার আরো জানান : ব্যাংকক ভিত্তিক এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন নামের একটি গ্রুপও ছোট-বড় কয়েকটি নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে। এদিকে, ভারতীয় দূতাবাস জানিয়েছে : বাংলাদেশ সহায়তা না চাইলে, পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই ভারতের।