নির্ধারিত কক্ষপথ পৌঁছেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

নির্ধারিত কক্ষপথ পৌঁছেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম কৃত্তিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-ওয়ান। উৎক্ষেপণের ১০ দিন পর সোমবার রাতে এটি কক্ষপথে পৌছায় বলে নিশ্চিত করেছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিসিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, এরই মধ্যে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ, এর নিয়ন্ত্রণ বুঝে পেয়েছে।

বুধবার গাজীপুর জয়দেবপুরে অবস্থিত স্যাটেলাইট গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। চুক্তি অনুযায়ী এরই মধ্যে ‘থ্যালাস অ্যানেমিয়া স্পেস’ এর কর্মীরাও বাংলাদেশ পৌঁছে গিয়েছে। তবে শুরু থেকেই এর পরিচালনার দায়িত্ব পালন করবেন বিসিএসসিএল এর বাংলাদেশি তরুণ প্রযুক্তিবিদরা।