নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ওপেন ডিবেটে বক্তব্য রাখবে বাংলাদেশ

নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ওপেন ডিবেটে বক্তব্য রাখবে বাংলাদেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামীকাল কাল ওপেন ডিবেটে বক্তব্য রাখবে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৯ সদস্য রাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বুধবার দুপুরে  রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, অং সাং সু চীর দপ্তরের একজন মন্ত্রী অক্টোবরের শুরুতেই বাংলাদেশে সফরে আসছেন।

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া ছাড়াও এই বৈঠকে অংশ নেন অস্থায়ী চার সদস্য দেশ জাপান, মিশর, ইতালি এবং সুইডেনের কূটনীতিকরা। অস্থায়ী সদস্য বাকী ৬ দেশের দূতাবাস ঢাকায় নেই।