নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ: রায় ২৩ আগস্ট

নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ: রায় ২৩ আগস্ট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ফেনী-২ আসনে নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায় পিছিয়ে আগামী ২৩ আগস্ট নির্ধারণ করেছে হাইকোর্ট। বুধবার রায় ঘোষণার তারিখ থাকলেও, প্রয়োজনীয় নথি না পাওয়ায় রায়ের তারিখি পিছিয়ে দেন বিচারপতিরা।

একটি অস্ত্র মামলায় নিজাম হাজারীকে ১০ বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত। ২০০৫ সালে জেল থেকে ছাড়া পান তিনি। পরে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর জানা যায়, কারা কর্তৃপক্ষের তদন্ত বেরিয়ে এসেছে- আড়াই বছর কম সাজা খেটেই মুক্তি পেয়েছেন নিজাম হাজারী।

এর ভিত্তিতে, ফেনীর একজন যুবলীগ নেতা হাইকোর্টে রিট করেন। আবেদনে বলা হয়, নিজাম হাজারী সম্পূর্ন মেয়াদ জেলে থাকলে ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনে অংশ নিতে পারেন না।

কারণ, ফৌজদারী অপরাধে দোষী ব্যক্তি ২ বছরের বেশি জেল খাটলে; মুক্তির পরের ৫ বছর নির্বাচনের অযোগ্য হবেন। কিন্তু নিম্ন আদালতের সেই রায়ের কপি হাতে না পাওয়ায় বুধবার নির্দারিত দিনে রায় দেওয়া থেকে বিরত থাকেন হাইকোর্ট।