ধানমন্ডি এলাকা বাণিজ্যিকিকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার

ধানমন্ডি এলাকা বাণিজ্যিকিকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ধানমন্ডির আবাসিক এলাকায় বানিজ্যিকিকরণের বিরুদ্ধে আরও ঐক্যবধ্য আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেছেন হাইকোর্টের রায় বাস্তবায়ন কমিটির নেতারা। এক্ষেত্রে সভা, সেমিনার ও গণ-সমাবেশের মাধ্যমে ভবন মালিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও নাগরিকদের মধ্যে সমন্বয়ের উপরও গুরুত্ব আরোপ করেন তারা।

ধানমন্ডি এলাকায় নিয়মবহির্ভূতভাবে ইংলিশ মিডিয়াম স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, রেস্টুরেন্ট গড়ে ওঠার বিরুদ্ধে ২০০৪ সাল থেকে আইনি লড়াই শুরু করেন ধানমন্ডির কয়েকজন সচেতন নাগরিক।

এরই প্রেক্ষিতে ২০১১ সালে হাইকোর্ট এবং ২০১৬ সালের  আগস্টে এসে আপিল বিভাগও চারটি সড়ক এলাকা বাদে সব বানিজ্যিক কার্যক্রম সরিয়ে দেয়া নির্দেশ দেন।

ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নাগরিক সামবেশের ধানমন্ডির বিভিন্ন সংগঠনের নেতারা বর্তমান অবস্থা বিশ্লেষণ করে নিজেদের মতামত তুলে ধরেন।

এসময় তারা অভিযোগ করেন, প্রভাবশালী একটি মহল প্রভাব খাটাচ্ছে, যাতে রায় ঠিকমত বাস্তবায়ন হতে না পারে। রায় বাস্তবায়নের মাধ্যমে আবারও আবাসিক এলাকার শৃঙ্খলা ফিরে আসবে এমন প্রত্যাশা ধানমন্ডির বাসিন্দাদের।