দু’সপ্তাহের মধ্যে জাতীয় সংলাপের কার্যক্রম শুরু করবে ঐক্যফ্রন্ট

দু’সপ্তাহের মধ্যে জাতীয় সংলাপের কার্যক্রম শুরু করবে ঐক্যফ্রন্ট

শেয়ার করুন

ঐক্যফ্রন্ট
নিজস্ব প্রতিবেদক :

আগামী দু’সপ্তাহের মধ্যে জাতীয় সংলাপের কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সেই সঙ্গে জামাতের সঙ্গ ছাড়াতে বিএনপির উপর চাপ রাখার পক্ষেও ঐক্যফ্রন্টের কোন কোন নেতা ।

৩০ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ফলাফলে বিপর্যস্ত বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট। মাত্র ৭টি আসনে জিতলেও এখনো শপথ না নেয়ার সিদ্ধান্তে অটল তারা।নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পূর্ণনির্বাচন দাবি থাকলেও কর্মসূচীর ব্যপারে এখনো ধীর গতিতে ঐক্যফ্রন্ট।

জামাতের সঙ্গ ত্যাগ করতে দীর্ঘদিন ধরেই চাপ বিএনপির উপর।সেই বিএনপি-জামাতের সঙ্গে এক হয়ে নির্বাচন করায় সমালোচিত হয়ে আসছে ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা।তাহলে সামনের দিনগুলোতে কী পরিকল্পনা ঐক্যফ্রন্টের?

নির্বাচনী ট্রাইবুনালের কোন সুফল আসবে না এমন ধারণা নিয়েও আইনগত প্রক্রিয়ায় থাকতে চান তারা।