দুর্নীতির দায়ে জিসিসির হিসাবরক্ষক গ্রেপ্তার

দুর্নীতির দায়ে জিসিসির হিসাবরক্ষক গ্রেপ্তার

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর সিটি কর্পোরেশনের হিসাবরক্ষক মো. গোলাম কিবরিয়াকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে দুদক।

মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে তাকে জয়দেবপুর থানায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ১৩ জুন দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে প্রধান আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা করেন।

ওই মামলায় সিটি করপোরেশনের তৎকালীন হিসাবরক্ষক মো. গোলাম কিবরিয়াও এজাহার ভুক্ত আসামি।