দুদকের চাকরিচ্যুত শরীফের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে ১০ আইনজীবীর চিঠি

দুদকের চাকরিচ্যুত শরীফের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে ১০ আইনজীবীর চিঠি

শেয়ার করুন

High court

নিজস্ব প্রতিবেদক।।

দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তাসহ প্রয়োজনীয় আদেশ চেয়ে হাইকোর্টে চিঠি দিয়েছেন ১০ আইনজীবী। এর সঙ্গে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি শরীফকে নিয়ে গণমাধ্যমে আসা ৯টি প্রতিবেদন যুক্ত করা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের
চিঠিটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ ১০ জন।

হাইকোর্ট রুলসের (সংশোধিত) বিধি অনুসারে ওই চিঠিটি সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী আবেদন (রিট) হিসেবে বিবেচনার আরজি রয়েছে চিঠিতে।

আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে চিঠিটি পাঠানো হয়েছে।

২০১২ সালের সংশোধিত হাইকোর্ট রুলসের ১১ ক অধ্যায়ের ১০ বিধি অনুযায়ী ওই চিঠি পাঠানো হয়। হাইকোর্টের ওই বেঞ্চের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। প্রক্রিয়া অনুসারে আদালত চিঠিটি আবেদন হিসেবে বিবেচনায় নিয়ে শুনানি করতে পারেন।’