ঢাবি ছাত্র নির্যাতন: ওসি হেলালের দণ্ড বহাল

ঢাবি ছাত্র নির্যাতন: ওসি হেলালের দণ্ড বহাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের মামলায় সাবেক ওসি হেলালউদ্দিনের তিন বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন আদালত।

Helalহাকিম আদালতের রায়ের বিরুদ্ধে ওসি হেলালের আপিলের শুনানি শেষে ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির আজ এই রায় ঘোষণা করেন।  হাকিম আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে গত বছরের জুন মাসে আপিল করেছিলেন ওসি হেলাল।

চাকরি থেকে সাময়িক বরখাস্ত হেলাল বর্তমানে হাই কোর্ট থেকে জামিনে রয়েছেন। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের তৎকালীন ছাত্র কাদেরকে আটকের পর তাকে ছিনতাইকারী হিসেবে দেখানোর জন্য থানায় নিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন ওসি হেলাল।

কিন্তু স্বীকারোক্তি না পেয়ে চাপাতি দিয়ে তার পায়ে আঘাত করেন। ওই মামলার রায়ে গতবছর ১৭ মে হেলালকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম।