ঢাকায় শহীদ কাদরীর মরদেহ

ঢাকায় শহীদ কাদরীর মরদেহ

শেয়ার করুন

শহীদ কাদরীনিজস্ব প্রতিবেদক:

বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি শহীদ কাদরীর মরদেহ রাষ্ট্রীয়ভাবে ঢাকায় পৌঁছেছে। বুধবার সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে সকাল ৮টা ৫০ মিনিটে কবির মরদেহ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। গত রোববার তিনি নিউইয়র্কে ইন্তেকাল করেন।

বিমানবন্দর থেকে মরদেহ বারিধারায় তাঁর বড় ভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান ছোট ভাইয়ের মুখটি শেষবারের মতো দেখেন বড় ভাই। এরপর সেখান থেকে মরদেহ নিয়ে আসা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখানে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন প্রিয় কবিকে। এরপর মরদেহ নেওয়া হবে কবির প্রিয় জায়গা বাংলা একাডেমিতে।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা সম্পন্ন হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবিকে অন্তিম শয়ানে শায়িত করা হবে।

১৯৪২ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণ করেন শহীদ কাদরী। কবি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন যাপন করছিলেন। ১৯৬৭ সালে বেরোয় তাঁর প্রথম কবিতার বই উত্তরাধিকার। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, পেয়েছেন একুশে পদক।