ডাকাত-সন্ত্রাসীরাই ইভিএমের বড় চ্যালেঞ্জ- ইসি আহসান হাবীব

ডাকাত-সন্ত্রাসীরাই ইভিএমের বড় চ্যালেঞ্জ- ইসি আহসান হাবীব

শেয়ার করুন

EVM

নিজস্ব প্রতিবেদক।।
ভোটকেন্দ্রের গোপন কক্ষে ‘সন্ত্রাসী ও ডাকাতদের’ উপস্থিতিকেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের বড় চ্যালেঞ্জ মনে করছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান।

এ ধরনের সন্ত্রাসী-ডাকাতদের অপতৎপরতা ছাড়া ইভিএমে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে আর কোনো চাপ নেই বলে জানান তিনি।

সোমবার (৩০ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এদিন প্রথমবারের মতো কুমিল্লা সিটি নির্বাচনে (কুসিক) বিভিন্ন প্রার্থী ও তাদের প্রতিনিধিদের ইভিএম কাস্টমাইজেশন দেখানো হয়।

তবে তিনি আশাবাদী, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এটি হবে না। এর আগে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিদের ইভিএমের কাস্টমাইজেশন (কেন্দ্রভিত্তিক ভোটার ও প্রার্থীদের তথ্য ইনপুট দেওয়া) প্রক্রিয়া দেখানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, ‘ইভিএমের মধ্যে চ্যালেঞ্জ একটাই, আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না। চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে ডাকাত, সন্ত্রাসী গোপন কক্ষে একজন করে দাঁড়িয়ে থাকে, “আপনার ভোট হয়ে গেছে চলে যান।” দিস ইজ দ্য চ্যালেঞ্জ।’

সিটি করপোরেশন নির্বাচনে এমনটা হবে না মন্তব্য করে এই নির্বাচন কমিশনার বলেন, সিসি ক্যামেরা থাকবে, সাংবাদিকদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে।

তাঁরা ভেতরে গিয়ে এমন কিছু পেয়ে ছবি দিলে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেওয়া হবে। দায়ী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।