টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ২ ‘জঙ্গি’ নিহত

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ২ ‘জঙ্গি’ নিহত

শেয়ার করুন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে র‌্যাবের শ্বাসরুদ্ধর অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে। শনিবার শহরের কাগমারা গ্রামে মির্জাবাড়ি মাঠে আজাহার উদ্দিন মাস্টারের তিনতলা বাড়িতে এই অভিযান চালায় র‌্যাব।

টাঙ্গাইল র‌্যাব ১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌর এলাকা কাগমারায় মির্জাবাড়ির মাঠের কাছে তিনতলা একটি ভবনে র‌্যাব অভিযান চালালে জঙ্গিদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে র‌্যাব ১২ এর কমান্ডার ও এডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন খান, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলমসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত রয়েছে।

তিনতলা ওই ভবনটি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঘিরে রেখেছে। র‌্যাবের কমান্ডার আরো জানান, বোম ডিসপোজাল টিম আসার কথা রয়েছে। তারা আসলে ভবনের ভিতরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা প্রবেশ করবে। সেখানে বোমা বা বোমা তৈরির সরঞ্জামসহ অস্ত্রশস্ত্র থাকতে পারে বলেও জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে অভিযান চলছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কেউ।

র‌্যাব ১২ এর কমান্ডার ও এডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন খান জানায়, কাগমারা মির্জাবাড়ির মাঠের পাশে আজাহার আলী মাষ্টারের বাড়িতে গত ২৭ সেপ্টেম্বর জঙ্গিরা বাসা ভাড়া নেয়। সারাদেশ ব্যাপী জঙ্গি অভিযান চলমান থাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ওই বাড়িতে জঙ্গি আস্তানায় তাদের কার্যক্রম চলছে।

বিষয়টি নিশ্চিত হয়ে সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় জঙ্গিরা র‌্যাবের উদ্দেশ্যে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে দুই জঙ্গি নিহত হয়। এ অবস্থায় ঘটনাস্থলে আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। অভিযান শেষে আনুষ্ঠানিকভাবে সবকিছুই গনমাধ্যমকে জানানো হবে বলেও র‌্যাবের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।

বাড়িওয়ালা আজাহার উদ্দিন মাস্টার জানান, গত ২৭ সেপ্টেম্বর ঐ যুবকরা আমার বাসার নিচ তলা ভাড়া নেন।