বিচারপতি জয়নুলকে নিয়ে চিঠি বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করেছে

বিচারপতি জয়নুলকে নিয়ে চিঠি বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করেছে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের দুর্নীতির তদন্ত বন্ধে সুপ্রিম কোর্টের দেয়া চিঠি বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে অভিমত দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্ট বলছে, বিচারপতি জয়নুল আবেদীনের দুর্নীতির তদন্ত চলতে বাধা নেই।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালে বিচারপতি জয়নুল আবেদীনের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। চলতি বছর দুদককে চিঠি দিয়ে এই তদন্ত বন্ধ রাখতে বলে সুপ্রিম কোর্ট। ওই চিঠির বৈধতা প্রশ্নে স্বতোপ্রণোদিত হয়ে রুল জারি করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। ৭ টি পর্যবেক্ষণসহ মঙ্গলবার সেই রুলের নিষ্পত্তি করে হাইকোর্ট।

পর্যবেক্ষনে বলা হয়, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় ছাড়া, কেউই ফৌজদারী অপরাধের তদন্ত থেকে দায়মুক্ত নন। হাইকোর্ট মনে করছে, ওই চিঠির ভাষ্যকে সুপ্রিম কোর্টের মতামত হিসেবে বিবেচনার সুযোগ নেই, সেটি ছিল আপিল বিভাগের অফিসের প্রশাসনিক কর্মকাণ্ড। তবে যে কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্তের সময় বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সতর্কতা অবলম্বন করতে বলেছেন হাইকোর্ট।