‘জোটগত ভাবে নির্বাচন করলে তিন দিনের মধ্যে জানাতে হবে’

‘জোটগত ভাবে নির্বাচন করলে তিন দিনের মধ্যে জানাতে হবে’

শেয়ার করুন

ec election commission
নিজস্ব প্রতিবেদক :

জোটগত ভাবে নির্বাচন করতে হলে আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে জানাতে হবে বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। দুপুরে কমিশন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সচিব জানান, সময় কম বলে সরকারি বন্ধের দিনেও কাজ করছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি সংসদীয় আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তাকে ইতোমধ্যেই নিয়োগ দেয়া হয়েছে। এ ব্যাপারে পরিপত্রও জারিকরা হয়ছে।

একই সঙ্গে তিনি জানান, নির্বাচনি প্রচারনার ব্যবহৃত সব ধরনের পোস্টার ব্যানার তোরণ-আগামি সাত দিনের মধ্যে সরিয়ে ফলোর নির্দেশ দেয়া হয়েছে। তা নাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান, কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।